দেবহাটার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী নদী ইছামতীর শুইলপুর বিজিবি ক্যাম্প এর নিকটবর্তী স্থান থেকে পুলিশ মঙ্গলবার দুপুর একটার দিকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, কয়েকজন জেলে মঙ্গলবার সকালে ইছামতী নদীতে মাছ ধরার সময় শুইলপুর এলাকায় একটি মৃতদেহ ভাসতে থেকে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর একটার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই লাশটি কোন ভারতীয় নাগরিকের। জোয়ারের টানে ওই লাশ বাংলাদেশের সীমান্তে ভেসে এসেছে। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Please follow and like us: