আশাশুনির বাঁকড়ায় সুপেয় পানির প্লান্টে মানুষের মনে স্বস্তি
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন হওয়ায় এলাকার শত শত পরিবারের সুপেয় পানি নিশ্চিত হয়েছে। এখন আর পানির জন্য দূরদুরান্তে কিংবা অতিরিক্ত সময় ব্যয় করে বা অধিক অর্থ খরচ করে পানির জন্য ছুটতে হচ্ছেনা। ৭ ফেব্রুয়ারী বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় প্লান্টটি তৈরি করে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্লান্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওয়াটার এইড বাংলাদেশের রেবিন চাকমা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এডাবটেশন প্রোগ্রামের ডিরেক্টর ফারুখ আহম্মেদ ও মরিচ্চাপ সুপেয় পানির প্লান্ট কাদাকাটির সভানেত্রী গীতা রায় (জয়িতা) প্রমূখ । । উদ্বোধনী দিনে উপস্থিত প্রত্যেক পরিবারকে ১৫ লিটার পর্যন্ত পানি বিনামূল্যে বিতরণ করা হয়।