সাতক্ষীরায় বইমেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি,পাঠাগার গড়ি এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেক মঈনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সুমনা আইরিন,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি সহ আরো অনেকে।
এ বছর বই মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মদের মধ্যে বই পড়ার অভ্যাস টিকে থাকবে এবং একটি সমৃদ্ধ নতুন প্রজন্ম পাবো। এ বারের বইমেলায় দক্ষিণাঞ্চলের বিশিষ্ট লেখকদের বই নিয়ে সাতক্ষীরায় অমর একুশে বই মেলায় ৩৫ টি স্টল অংশ গ্রহন করছে।