রমজানে দ্রব্য মূল্য সহনশীল পর্যায়ে রাখার আহবান নজরুল ইসলামের
নিজস্ব প্রতিনিধি : পবিত্র রমজান মাসে খাদ্য মূল্য সহনশীল পর্যায়ে রাখার আহবান জানানোর মধ্য দিয়ে সোমবার বিকাল চারটায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কনকজ্যুমারস এসোসিয়েশন আব বাংলাদেশ ক্যাব, সাতক্ষীরা জেলা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন ,ক্যাব সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন, ও জেলা লিগাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ্ ) মুহাম্মদ নাসির উদ দীন ফরাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরেফুর ইসলাম, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আযাদ হোসেন বেলাল, কৃষি বিপনন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ, নিরপদ খাদ্য অফিসার দিপংকর দত্ত, জেলা সেনেটারি ইনসপেক্টর রবিন্দ্রনাথ সরকার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. শাহানাজ পারভিন মিলি, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম, উন্নয়ন কর্মী মাধব দত্ত, এলপিজি গ্যাস ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, চাউল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দোকান ব্যাবসায়ী সমিতির সভাপতি দ্বীন মোহাম্মাদ, কাঁচাবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি রওশান আলী, মাংস ব্যাবসাযী সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান, বণিক বার্তার সাতক্ষীরা প্রতিনিধি গোলাম সারোয়ার, সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ মো. ফিরোজ হোসেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আমরা প্রত্যেকেই ক্রেতা যিনি বিক্রি করেন, আর যিনি ক্রয় করেন ফলে পণ্যের মূল্য সহনশীল রাখা সকলের দায়ীত্ব। সামনে পবিত্র রমজান মাস, এ মাসে পণ্যমূল্য নিয়ে সবসময় উদ্বিগ্নতা সৃষ্টি হয় । আমি ব্যাবসায়ী ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা রমজানে খাদ্য পণ্য সহনশীল রাখার চেষ্টা করবেন । যাতে রোজাদার মানুষেরা শান্তিতে রমজান পালন করতে পারে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব সাতক্ষীরা জেলার যুগ্ম সাধারন সম্পাদক জি এম মনিরুজ্জামান।