৮ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে দেশটির জাতীয় দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বেশ হতাশাজনক। অলিম্পিকের মূল পর্বেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা। এরই মধ্যে কিছুদিন পর আরও একটি বড় টুর্নামেন্টে মাঠে নামবে সেলেসাওরা।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। দলটির কোচ সিমোনে জাতোবা এই দল ঘোষণা করেন। অনুশীলন ক্যাম্পের পর ২২ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
দক্ষিণ আমেরিকান নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অনুশীলন করবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ নারী দল। সেই ক্যাম্প শেষে ২২ সদস্যের দল প্যারাগুয়ে যাবে টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে।
এবারের আসর শুরু হবে ১৩ মার্চ থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল লড়বে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষে।
ব্রাজিল প্রাথমিক দল: ইসাদোরা ফাইচেল, জোসি, ক্লারা, আনা মরগান্তি, সোফিয়া কুটো, জিও মাজোত্তি, আনা এলিসা, আন্দ্রেয়না, হেলোইসা ব্যাকান, এলিস, মারিয়া পলা, গাবি গাদোটি, কায়লেন, লরিসা, জুলিয়া পেরেইরা, জিওভানা ওয়াকসম্যান, মনু বোরবা, ফ্রান্সিন, আনিনহা, হেলোইসা, জুলিয়া রোসাডো, ভিটোরিয়া ব্যারেটো, জুজু হ্যারিস, স্টেফানি, ভিভিয়া এবং কালেনা।