তালায় প্রত্রিক জমি জবরদখলের চেষ্টা : আহত ৩
তালা প্রতিনিধি :
তালার খানপুরে প্রত্রিক জমি জবরদখলের চেষ্টায় বাধা দিলে বিমল দাস, তার পুত্র বাসুদেব দাস ও পুত্রবধু রত্না দাস গুরুতর আহত হয়ে তালা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় তালা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। যার মামলা নং- ০৬ তারিখ-১৩/০২/২০২৪মামলার বিবরণে জানাযায়, জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শংকর দাশের পুত্র হৃদয় দাশ ও তার স্ত্রী মামলা দাশ বাসুদেব দাশের দোকানে আসে।
কথা কাটাকাটির এক পর্যায়ে সচিপত দাশের পুত্র জনেক দাশের হুকুমে হৃদয় দাশ তাহার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাসুদেব দাশ (৪৫) কে মাথার তালুতে কোপ মারিয়া গুরুতর আহত করে এবং অন্য আসামী লোহার রড় দিয়ে আহতদের ফোলাজখম করে।
এ ঘটনায় বাসুদেবের মাথা থেকে রক্ত বের হতে থাকলে স্থানীয়রা তালা হাসপাতালের ভর্তি করে।
বাসুদেব দাশ জানান, আমার প্রত্রিক জমি জবরদখল করছে এবং গালিগালাজ করতে করতে হৃদয় দাশ আমার পিছন থেকে মাথায় কোপ মারলে রক্ত খনন হয়। স্থানীয়রা আমাকে তালা সদর হাসপাতালের ভর্তি করে এবং আমার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।
বিমল দাশ জানান, আমার জমি জবরদখল করে নিচ্ছে গায়ের জোরে। আমরা কথা বলতে গেলে আমার ছেলে বাসুদেবের মাথায় কোপ মারছে, আমারে মারছে ও আমার বৌমারে বেধড়ক মারপিট করে। আমার ছেলের মাথায় অনেক সেলায় দিতে হয়েছে। আমারা তিন জন গুরুতর আহত হয়ে তালা হাসপাতালের চিকিৎসা নিতেছি। আমরা এর বিচার চাই।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম জানান, এঘটনায় তালা থানায় মামলা দায়ের হয়েছে, যায় মামলা নং- ০৬ ও আসামিদের গ্রেফতার করা হবে।