আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিল্পায়ন সঙ্গীত একাডেমীর বার্ষিক বনভোজন
আব্দুর রহমান: ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে কাপাসডাঙ্গায় পান্ডে ইকো পার্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিল্পায়ন সঙ্গীত একাডেমীর বার্ষিক বনভোজন। শিল্পায়ন সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় দেশত্ববোধক গান, সঙ্গীত, বাঁশির সুর ও নৃত্যে ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। বার্ষিক বনভোজন অনুষ্ঠানে অংশ নেন শিল্পায়ন সঙ্গীত একাডেমীর সভাপতি প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সভাপতি সাবিত্রী হালদার, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদস্য শাহিন আলম সবুজ, পান্ডে ইকো পার্কের স্বত্বাধিকারী সুরেশ পান্ডে, সাংবাদিক আব্দুর রহমান, ইব্রাহিম খান বাবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকাল থেকে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা এবং দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন একাডেমীর শিল্পীরা। পরে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বার্ষিক বনভোজন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।