সীমান্তের পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ডেস্ক নিউজ:
মিয়ানমারের চলমান সংঘাতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যদি শিক্ষার্থীরা ঐ পরিস্থিতির কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকে বা সে ধরনের কোনো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়, তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া সম্ভব।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি নয়, তাদের বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
এছাড়া সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। বিশেষ করে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে একটি নির্দিষ্ট সময়ের পরে যেন এটি না করা হয়, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানান তিনি।
এর আগে, সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। আর বিদেশের ৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।