দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা
স্টাফ রিপোর্টার:
দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস.এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস ও প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার তাদের বক্তব্যে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, শিক্ষক বিষ্ণুপদ ঘোষ, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, উদয়ন সংঘের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ সরদার, সুশীলনের সিডিও মিজানুর রহমান, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসালিটেটর জয়দেব ঘোষ প্রমুখ।