জাতীয় শিশু পুরস্কার পেলেন সাতক্ষীরার মেয়ে নূনসাকিন বিনতে জামান
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার মেয়ে জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করায় নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) কে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকতার্রা।
নূনসাকিন বিনতে জামান (হৃদিতা), সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলে ৪র্থ শ্রেণী থেক ৫ম শ্রেনীতে
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং ১ম স্থান অধিকার করে। সে সাতক্ষীরা বর্ণমালা একাডেমির পরিচালক ও প্রশিক্ষক শামীমা পারভীন রত্নার তত্ত্বাবধানে তিন বছর যাবত প্রশিক্ষণার্থী হিসেবে অধ্যায়নরত রয়েছে। তার পিতা ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান এবং মাতা রাজারবাগান শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ হাত্তয়ানুর বেগম। পিতা বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী ও মাতা স্কুল শিক্ষক।
জাতীয় শিশু পুরস্কার পেয়েছে নূন সাকিন বিনতে জামান (হৃদিতা) সাতক্ষীরা জেলার সুনাম অর্জন করায় (১৩ ফেব্রুয়ারি) বুধবার পৌরসভার কাটিয়াস্থ সাংসদের বাসভবনে সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু, তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান। সে শিক্ষার্থী হিসেবে খুবই ভালো এবং নম্র ভদ্র আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে নিয়ে অনেক গর্ব করে সে একদিন অনেক বড় হবে। সে অনেক বড় হতে চায়। সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। সকলের দোয়া, ভালোবাসা ও অনুপ্রেরণা পেলে আগামীতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।
Please follow and like us: