তালায় প্রবাসীর জমিতে হেপজখানা নির্মানে বাঁধা প্রদানের অভিযোগ
তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে একই একই এলকার হাফিজুর রহমান, মোমিন সরদার, মোস্তাক সরদার, মাহাবুর সরদার,শওকত সরদারের বিরুদ্ধে। বর্তমানে ওই এলাকায় হেপজখানা নির্মানের করার চেষ্টা করলেও তাকে মামলা সহ নানা ভাবে হয়ররানি করছেন বলে জানান ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার আটারই গ্রামে।
সরোজমিনে গেলে ভুক্তভোগী কহিনুর আলম জানান, চলতি বছরের ২৪ জানুয়ারি আটারই মৌজার ৩৩২৯দাগের ১২ শতক ক্রয় করেন তিনি সহ তার স্ত্রী তামান্না আজাদের নামে। বর্তমানে তিনি সেখানে একটি এতিম শিশুদের জন্য হেপজো খানা নির্মানের জন্য সীমান প্রাচীর তৈরি করছেন। কিন্তু ওই জমির পাশের প্রতিপক্ষ হাফিজুর রহমান, মোমিন সরদার গং রা তাকে সীমনা প্রাচীর নির্মানে বাঁধা সহ নানাভাবে হুমকি দিয়ে আসছে।এছাড়া তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলে অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে তিনি জেলা পুলিশ সুপার সহ সংক্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ওসমান মোড়ল নামে স্থানীয় এক কৃষক জানান, আমি পনের বছর আগে হাফিজুর সরদারের শরীক ইংগল বিবি,জবেদার সহ রনায়বাজের কাছ থেকে ৩৩৩০,৩৩১৩ দাগ থেকে ২১জমি ক্রয় করে বার বার ভোগ দখল করতে গেলে হাফিজুর গং রা বাঁধা দেয়। এরপরে স্থানীয়রা চেয়ারম্যানদের কাছে অভিযোগ দিই কিন্ত তারা শালিশ না মেনে। পাল্টা হুমকি দিয়ে আসছে। যারা তাদের শরীকের সম্পত্তি কেনে তাদের হাফিজুর গং রা নানা ভাবে হয়রানি করে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে হাফিজুর রহমান জানান, আটরোই মৌজার ৩৩২৯দাগের সম্পত্তির চাচা হোসেন আলী সরদার, ইছাক আলীর পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে ছিল। কিন্তু চাচার ফুফু জামিলার কাছে বিক্রি করে সেই জমি কাউকে কিছু না বলে কোহিনুরের কাছে কৌশালে বিক্রি করে দেন। কিছু আগে তাদের নিয়ে বসেন জমি ফেরত নেওয়ার জন্য। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পরে পুলিশ কাজ বন্ধ করে দেয়। পরে আদালতে একটি ১৪৫ধারার মামলা করেন। মামলা বর্তমানে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেড আদালতে চলমান রয়েছে।
মোস্তাক সরদার জানান, জমির মালিক পিতার ফুফাতো ভাই কাশেম সরদার বিক্রি করেন কোহিনুরের কাছে। আমরা তার কাছে বার বার আলাপ আলোচনা করেছি কিন্তু। এই দাগে জমি পাবে তারা ছয় শতক বাকিটা অন্য দাগে পাবে তারা জোর পূর্বক স্থাপনা নির্মান করে যাচ্ছে। আমরা বাধা দেওয়া কোহিনুর আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান জানান, বিষয়ট নিয়ে দুপক্ষকে নিয়ে নিষ্পত্তি করার জন্য এর আগে বসা হয়েছে।কাগজ পত্র অনুযায়ী যার যেখানে জমি সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের বলা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা( ওসি)মনিনুর ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।বর্তমান সময়ে কাগজ যার জমি তার। যে যেখানে জমি পাবে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।এর পর কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটায় তাহলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।