জীবনের মুল লক্ষ্যে পৌঁছাতে হলে লেখা পড়ার কোন বিকল্প নাই —— এমপি আশু
নিজস্ব প্রতিনিধি : পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আশরাফুজ্জামান আশু এমপিকে সংবর্ধনা নবীন বরণ, বিদায় ও বার্ষিকী ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী ( সান্টু )’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, জীবনের মুল লক্ষ্যে পৌঁছাতে হলে রাজনীতি, চাকরি, ব্যবসা বানিজ্য সর্ব ক্ষেত্রে লেখা পড়ার কোন বিকল্প নাই। তোমাদের নিয়ে অনেক স্বপ্ন। স্বপ্ন থাকলে ঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশেকে নেতৃত্ব দিবে। সবকিছুর উর্দ্ধে ভালো লেখা পড়া করতে হবে তাহলে জীবনে সফলতা আসবে।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মশিউর রহমান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন । অনুষ্ঠানে অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মুহামুদ আলী সুমন, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মালেকা পারভীন, অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী সিদ্দিকী,আ. ম আক্তারুজ্জামান মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবনী সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে এস এস সি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম।