কুল্যা টু বাঁকা সড়ক নির্মান কাজে ধীরগতি, জনভোগান্তি চরমে
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজলার কুল্যার মোড় টু বাঁকা সড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে জনভোগান্তি পাড়েছে পথচারীরা।
কুল্যার মোড় থেকে বাঁকা সড়কের প্রথমাংশ গুনাকরকাটি ব্রীজ পর্যন্ত সড়কে ইটের খোয়া ফেলে রুলার করে দীর্ঘ প্রায় তিন বছর ফেলে রাখা হয়েছে। বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময় সড়কে চলাচলকারী পথচারীদের পড়তে হয় বিপাকে।
স্খানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজের শিক্ষার্থীসহ, বাঁকা, দরগাহপুর, বড়দল, খাজরা, প্রতাপনগর ইউনিয়ন, পাইকগাছা ও কয়রা উপজেলার সাধারণ মানুষ যাতয়াত করে থাকে। সড়কটির প্রথমাংশ সংস্কারর কাজ বন্ধ করে রাখায় ইটের খোয়া উঠে সড়কের মধ্যে ছাট—বড় গর্তের সষ্টি হয়েছে। একটু বৃষ্টিতে সড়কে পানি জমলে জমে থাকা ময়লা পানি যানবাহনের চাকার আঘাতে ছিটকে পথচারীদের পোশাক নোংরা করে দেয়।
আশাশুনি উপজেলা সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কুল্যার মোড় টু বাঁকা গামী সড়কের পিচের কার্পেটিং এর জন্য নতুন করে টেন্ডার হচ্ছে। এবং কুল্যা পশ্চিম পাড়া গামী সড়কটির কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে কবে নাগাদ কাজ শেষ করা যাবে তা তিনি সঠিক বলতে পারেননি।