দেশের তেরোটা বাইজ্যা গেছে ——– ব্যারিস্টার সুমন
ডেস্ক রিপোট: দেশের অবস্থা তেরোটা বাইজ্যা গেছে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেছেন, আবার কতটা ফেরত আনতে পারবো আমি জানি না! তবে ১২ থেকে কমিয়ে ৯টা, ১০টা পর্যন্ত আনতে পারি! যাতে মানুষ বলতে না পারে দেশের বারোটা বাইজা গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের জজ কোর্টে আসামি পক্ষের আইনজীবী হয়ে মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার সুমন বলেন, পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, মূল জায়গায় হাত দিতে হবে। সরকার মূল জায়গায় হাত না দিয়ে, যে জায়গায় হাত দিলে কোনো ঝামেলা হয় না সেসব জায়গায় হাত দিয়ে পার হতে চায়।
তিনি বলেন ,১৯৯৫সালে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন অনেকেই বিশ্বাস করবে না পলিথিন নিষিদ্ধ। পলিথিন ব্যবহারকারী বা যারা দোকানে বিক্রি করে এদের চেয়ে যারা দেশে পলিথিন আনে এবং যারা তৈরি করে এরা সবচেয়ে শক্তিশালী। এদের কোনোভাবেই সরকার ধরে না বা ধরতে চায় না।
তিনি আরও বলেন,সরকারকে জিজ্ঞাসা করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব। যারা পলিথিন ব্যবহার করে এদের ম্যজিস্ট্রেটদের দিয়ে ৫শ, ৩শ আর ১৮শ জরিমানা করলেও পলিথিন কোনোদিন বাংলাদেশ থেকে কমবে না।