মাত্র ৩৫ বলে উইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া, রেকর্ডবুকে তোলপাড়
স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচটিতে ক্যারিবীয়দের রান তাড়া করতে নেমে ২৫৯ বল ও আট উইকেটে জিতেছে অজিরা। এই জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
মঙ্গলবার ক্যানবেরায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ৮৬ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারেই লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনো এত বল আগে জয় পায়নি তারা। আগের রেকর্ডটি ছিল ২৫৩ বলের, সাউদাম্পটনে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
ক্যারিবীয়দের বিপক্ষে এই জয়ের পরেও বল হাতে রেখে পাওয়া জয়ের নিরিখে সেরা পাঁচে জায়গা পায়নি অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বলের বিচারে এটি সপ্তম বড় জয়। যেখানে সর্বোচ্চ জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেস্টারে ২৭৭ বল হারে রেখে কানাডাকে হারিয়েছিল ইংলিশরা।
নিজেদের ১০০০তম ওয়ানডে খেলতে নামা অস্ট্রেলিয়া আগেই সিরিজ জয় নিশ্চিত করে আজ ক্যানবেরায় সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে। পেসার জেভিয়ার বার্টলেটের ৪ উইকেটের সঙ্গে ল্যান্স মরিস ও অ্যাডম জাম্পার ২টি করে উইকেটে মাত্র ৮৬ রানে অলআউট হয় উইন্ডিজ। ওপেনার অ্যালিক অ্যাথানেজ ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন রস্টন চেইস।
জবাবে জেইক ফ্রেজার-ম্যাগার্কের ব্যাটিং তাণ্ডবে জয়ের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অজিদের। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার ফ্রেজার-ম্যাগার্ক ১৮ বলে ৪১ রান করে আউট হন। ঝড় তোলেন জশ ইংলিশও। ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ইংলিশ।
২ উইকেট হারালেও বলের হিসেবে নিজদের ইতিহাসে বড় জয়টি পেয়ে যায় অস্ট্রেলিয়া।