মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুর
ডেস্ক নিউজ:
সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে এ সুবিধা দেন রাষ্ট্রপতি।
জাতীয় সংসদ সচিবালয় রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়। গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ঐ দায়িত্ব পান মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন তিনি।
পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে আছেন তিনি।
দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা।
রাজপথের লড়াই-সংগ্রামের কারণে ‘অগ্নিকন্যা’ হিসাবে পরিচিতি পান তিনি। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত আছেন।