পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
রোববার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে তাকে অযোগ্য ঘোষণা করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।
পাকিস্তানের নির্বাচনী সংস্থার জারি করা এক বিজ্ঞপ্তিতে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এবং পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
Please follow and like us: