এবার বিপিএল ছাড়ছেন বাবর
স্পোর্টস ডেস্ক:
দশম বিপিএলে খেলতে এসে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছেন তিনি। তবে তার বিপিএল অধ্যায় শেষ হচ্ছে মঙ্গলবার।
জানা গেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ৭ ফেব্রুয়ারির মধ্যে নিজ দেশে ফিরতে হবে বাবরকে। তবে বাবর একাই নন, আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবীরাও চলে যাচ্ছে বিপিএল ছেড়ে। আর তাই বিদেশি ক্রিকেটার সংকটে রংপুর রাইডার্স।
শূন্যতার মাঝে মহাশূন্যতা। বিপিএলকে বিদায় বলার অপেক্ষায় বাবর আজম। রংপুরের সঙ্গে শেষ হচ্ছে বাবরের পথচলা। মঙ্গলবার ঢাকার বিপক্ষে পাকিস্তান সুপারস্টারের ফাইনাল শো। পিসিবির শর্ত, ৭ ফেব্রুয়ারির মধ্যে থাকতে হবে নিজ দেশে। আগামী সপ্তাহে শুরু হবে পিএসএল।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা তাকে খুব বেশিই মিস করবো। বাবর আজম আমাদের সঙ্গে সর্বশেষ ম্যাচটা খুব সম্ভবত ৬ তারিখ খেলবে। সে আরো কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই।’
বাবর অবশ্য আরো এক ম্যাচ বেশি খেলতে চেয়েছেন। নিজের ইচ্ছার কথা পিসিবিকে জানিয়েছেন এ ওপেনার। কিন্তু সবুজ সংকেত মিলবে সে সম্ভাবনা নেই বললেই চলে।
বিপিএলের ৫ ইনিংসে দুই হাফসেঞ্চুরি; দুশোর বেশি রান করেছেন যুগের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। টানা তিন জয়ের পরও পাক ব্যাটারের অনুপস্থিতি সংকট তৈরি করেছে সাকিব-সোহানদের দলে। তবে একঝাক নতুন তারকার খোঁজে রংপুর। রাসি ফন ডার ডুসেন, ইমরান তাহিরের সাথে ডোয়াইন প্রিটোরিয়াস মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম।