অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ হয়ে যাবে-সংসদে আশরাফুজ্জামান আশু
দ্বাদশ জাতীয় সংসদে আজ প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার একটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন তাঁরা আদিম যুগে আছেন। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে যেতে যে সড়ক ব্যবহার করতে হয়, তার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কটি দিয়ে কোনো মানুষ যদি আসে, কোনো ডেলিভারি মহিলা আসে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে।’
এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে রাস্তাগুলো অতীব জরুরি, যেখানে জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে, সেসব রাস্তা সংস্কারের জন্য টাকা দ্রুত ছাড় করা হবে।
প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু অনেকগুলো কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে রাস্তার কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।