চলে গেলেন কলারোয়ার গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশ
Post Views:
৩৪৯
কামরুল হাসান:
চলে গেলেন কলারোয়ার গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫)। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস-কিডনিজনিত সমস্যার সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হার না মানা এই কলমযোদ্ধা। আজ রোববার বেলা ১২ টায় কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশির দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করা এই নির্ভীক সংবাদকর্মী মৃত্যুর পূ্র্ব মুহূর্ত পর্যন্ত পেশার কাজে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে অকৃতদার থাকা এই সংবাদকর্মী রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডেও ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সবেক সদস্য ছিলেন। উপজেলার রামভদ্রপুর গ্রামের প্রয়াত মোকছেদ আলির পুত্র মরহুম হাসান মাসুদ পলাশ টানা দুই দশকের অধিক সময়কাল ধরে কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। তাঁর মত্যুতে কলারোয়ার সাংবাদিক অঙ্গনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার এশার নামাজের পর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান। কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান মাসুদ পলাশের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ছুটে যান অধ্যাপক আবু নসর, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।