আশাশুনির ৩ ইউনিয়নে কৃষক মাঠ স্কুল উদ্বোধন

জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার কুল্যা, বড়দল ও দরগাহপুর ইউনিয়নে বোরো প্রদর্শনীর উপর ৩ টি কৃষক মাঠ স্কুল (এফএফএস) উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্কুল উদ্বোধন করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত বোরো প্রদর্শনীর উপর ৩ টি  কৃষক মাঠ স্কুল (FFS) এর কার্যক্রম উদ্বোধন করা হয়। স্কুল তিনটি হলো দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি, বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা ও কুল্যা ইউনিয়নের দাদপুর ব্লক। এফ এফ এসে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃ্ষিবিদ এস এম এনামুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: বিল্লাল হোসেন, ও উপ-সহকারী কৃ্ষি অফিসার শেখ গোলাম মোস্তফা। প্রতিটি FFS এ ১৫ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। FFS  ৫ টি সেশনে সমাপ্ত হবে। ১ম সেশন- বীজতলা তৈরী, ২য় সেশন- চারা রোপনের সময়, ৩য় সেশন- সর্বোচ্চ কুশি স্তর, ৪র্থ সেশন- বীজ ফসল কর্তনের সময় ও ৫ম সেশন- বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সময়। সেশান শেষ হলে কৃষকরা উন্নত মানের বীজ উৎপাদন, সংরক্ষন, যথা সময়ে মান সম্পন্ন বীজ ব্যবহার ও বাজারজাত করার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)