অভ্যন্তরীণ দ্বন্দ্বে ওলামা দলের কমিটি বিলুপ্ত করল বিএনপি
ডেস্ক নিউজ:
অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলের অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। সম্প্রতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ওলামা দলের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। সাংগঠনিক কিছু অভ্যন্তরীণ সমস্যাও ছিল। এসব কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালের ৫ এপ্রিল শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। প্রায় পাঁচ বছর হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।
এ অবস্থায় গত ২৫ জানুয়ারি ওলামা দলের আহ্বায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলামের পরিবর্তে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়কের শূন্যপদে ১৬ জনকে পদায়ন করা হয়। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থায়ী কমিটির কোনো সদস্য বা কেন্দ্রীয় দফতর অবগত ছিল না। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়। বৃহস্পতিবার কমিটি বিলুপ্তসহ সার্বিক সিদ্ধান্ত দেন দলের শীর্ষ নেতারা।