বছরের প্রথম সূর্যগ্রহণ কবে জেনে নিন!
বিজ্ঞান ডেস্ক:
২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল। এদিন পূর্ণ সূর্যগ্রহণ হবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো উত্তর আমেরিকায় এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে।
পূর্ণ সূর্যগ্রহণ তখন হয় যখন সূর্য এবং পৃথিবীর একদম মাঝে চাঁদ চলে আসে। পূর্ণ সূর্যগ্রহণে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যায়।
সাত বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটছে পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, এই সূর্যগ্রহণের সময় সূর্য তার সর্বোচ্চ কার্যকলাপে থাকবে। এর আগে ২০১৭ সালে হয়েছিল পূর্ণ সূর্যগ্রহণ। তবে সেই সূর্যগ্রহণে সূর্য তার সর্বনিম্ন কার্যকলাপে ছিল।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো উত্তর আমেরিকায় এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। এটি মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সকাল ১১টা ০৭ মিনিটে প্রথম দৃশ্যমান হবে। এরপর আমেরিকা ও কানাডার মানুষ দেখতে পাবে দিনের বেলায় সূর্যাস্ত। তবে এই পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না বাংলাদেশে।