পুরস্কার পেলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা
জুলফিকার আলী:
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখায় কর্মরত ২০২৩ সালের বর্ষসেরা শাখা ব্যবস্থাপকের পুরস্কার দেওয়া হয়েছে। গত ২৭জানুয়ারী সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ওই পুরস্কার তুলে দেয়া হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক খালেদ আল মাসুদ উপস্থিত থেকে অতিথিবৃন্দের হাত থেকে বর্ষসেরা পুরস্কার হিসাবে ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী, পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব আহমেদ, পরিচালক হাফেজ মো: এনায়েত উল্যা, আহামেদুল হক, আলহাজ মো: আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল হামিদ মিঞা, কাজী ওসমান আলী, উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মো: মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, মো: ফজলুর রহমান চৌধুরী, ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, জোনাল হেডগণ এবং ২১৫টি শাখার ব্যবস্থাপকরা অংশগগ্রহণ করেন। এবিষয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক খালেদ আল মাসুদ বলেন-গ্রাহক সেবায় বাধাহীন ও লেনদেন নিশ্চিত করে ব্যাংকের সকল নিয়ম মেনে এবং সকল টার্গেট অর্জন করায় ব্যাংক কর্তৃপক্ষ ২০২৩ সালে সেরা ব্যাংক শাখা হিসাবে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। তিনি এর আগেও এই শাখা থেকে পুরস্কার পেয়েছিলেন।