কলারোয়ার কাদপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
কামরুল হাসান:
দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে চাকরি শেষে অবসরে গেলেন কলারোয়ার এক গুণী প্রধান শিক্ষক হাসান আবু তাহের। কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের ৮০ নং কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আবু তাহেরের অবসরজনিত বিদায় উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএইচএম রোকুনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর নুরুল ইসলাম মৃধা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ, প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আবুবকর ছিদ্দিক, আবু ছিদ্দিক, নুরুন্নাহার আক্তার, কামরুন নাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন, জেসমিন আক্তার, জাহানারা খাতুন, মাহবুবুর রহমান, শাহিনুর আক্তার, ইউপি সদস্য নাজিম উদ্দীন মন্টু, মাস্টার হাবিবুর রহমান, আজিবার রহমান, আব্দুল কুদ্দুস, সাংবাদিক ফারুক হোসেন, আমজাদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষক আব্দুস সবুর ও মাহবুবুর রহমান। উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক হাসান আবু তাহের ১৯৯৭ সালের ২৪ জানুয়ারি কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদের সহোদর ভাই।
Please follow and like us: