সাতক্ষীরার দেবহাটায় ৪ ইটভাটা থেকে তিন লাখ টাকা জরিমানা আদায়

ডেস্ক রিপোট: সাতক্ষীরার দেবহাটায় চারটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন ।জরিমানা হ্ওয়া ইটভাটাগুলো হল , দেবহাটার শ্রীরামপুরের আশুরা পারভীনের মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়ার মোঃ ফজলুর রহমানের মেসার্স জিহাদ ব্রিকস, হাদীপুরের মোঃ শফিক আহম্মেদের মেসার্স এস কে ব্রিকস ও মোঃ রেজোয়ান হোসেনের মেসার্স রুপা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা ও একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ।

সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালনা করায় জেলার চারটি ইটভাটায় জরিমানা করা হয়েছে । পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)