দেবহাটায় ৪টি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালনা করায় সাতক্ষীরার দেবহাটার চারটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ইট প্রস্তুুতি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় দেবহাটার শ্রীরামপুরের আশুরা পারভীনের মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়ার মোঃ ফজলুর রহমানের মেসার্স জিহাদ ব্রিকস, হাদীপুরের মোঃ শফিক আহম্মেদের মেসার্স এস কে ব্রিকস ও মোঃ রেজোয়ান হোসেনের মেসার্স রুপা ব্রিকসকে তিন লক্ষ টাকা জরিমানা ও একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম ।
তিনি জানান, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।