কালীগঞ্জে প্রশাসনের নাকের ডগায় রাস্তা অবরোধে জন দুর্ভোগ চরমে
হাফিজুর রহমান:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের নাকের ডগায় জমি দখলকে কেন্দ্র করে আদালতের দোহাই দিয়ে থানা থেকে দু’ শ গজ দূরে ইসলামী ব্যাংকের পাশের ব্যস্ততম রাস্তার উপর ইট ঝাপ করে মানুষ ও যানবাহন চলাচলের চরম দুর্ভোগের সৃষ্টি করলেও দেখার কেউ নাই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন ইউ,এন, ও , এসিল্যান্ড, ওসি, সার্কেল, সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা চলাচল করলেও প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। একেতো প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ইসলামী ব্যাংক সংলগ্ন রাস্তার পাশের অর্ধেক জায়গা অবৈধ দখলদাররা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া আদায় করছে তারপরও ভাটা মালিক মতিউর রহমান জমি দখলকে কেন্দ্র করে ইট দিয়ে রাস্তার অর্ধেক দখল করে বছরের পর বছর জনদুর্ভোগ সৃষ্টি করলেও বিষয়টি নিয়ে দেখার কেউ নাই। প্রশাসন নামক যন্ত্রটি আছে কিনা আছে সেটা এই দৃশ্য না দেখলে বোঝার উপায় নাই। কালিগঞ্জ থানা থেকে মাত্র ২০০ গজ পূর্বে ইসলামী ব্যাংক সংলগ্ন চলাচল রাস্তার উপর বহুল আলোচিত ভাটা মালিক মতিউর রহমানের ইট দিয়ে রাস্তা অবরোধের কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। সূুএ মতে কালিগঞ্জ উপজেলার আলোচিত ভাটা মালিক মতিউর রহমানের কেনা জমির মধ্যে দুই শতক জমি জনৈক বুলবুল আহমেদ দাবি করায় তাকে জব্দ করতে এই ইটের স্তুপ করলে জন দুর্ভোগের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন দিলে তিনি রিসিভ করেননি। জন গুরুত্ব পূর্ণ রাস্তার উপর থেকে ইট অপসারণের দাবি সহ ভূমিদস্যদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে উপজেলা বাসি।