কলারোয়ায় ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কামরুল হাসান: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধিএই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার(২৯ জানুয়ারি) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আলোচনা সভার মাধ্যমে বিজ্ঞান মেলার শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রবিউল আলম, প্রধান শিক্ষক আ.আলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও সুধিজন। আলোচনা শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের তৈরিকৃত প্রজেক্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
এবছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অপরদিকে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও কুইজে বিজয়ী শিক্ষার্থীদের সমাপনীদিনে পুরস্কৃত করা হবে বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়।