ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এবার মাঠ কাঁপাবে তালার ইমরানের মাহিম রাজা ঘোড়া
জহর হাসান সাগর: তালা উপজেলার হাজরাকাটি গ্রামে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে মাহিম রাজা নামের একটি লাল রঙ্গের ঘোড়া। যাকে দেখতে প্রতি নিয়ত ভিড় করছে বিভিন্ন জায়গা থেকে আসা অসংখ্য মানুষ।ঘোড়ার নাম রাখা হয়েছে মাহিম রাজা। ইতিমধ্য, বিভিন্ন জায়গায় ঘোড়াটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিভিন্ন জেলার নাম করা ঘোড়াকে পিছনে ফেলে কোথাও প্রথম কোথাও দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই মাহিম রাজা। এলাকা বাসিরা জানানা, আমাদের এলাকায় অনেক বছর আগে একটা নাম করা ঘোড়া ছিলো, বিভিন্ন জায়গায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হয়ে সুনাম অর্জন করতো। এখন দেখছি আমাদের ইমরান শেখের ঘোড়া মাহিম রাজা সে গ্রামের পুরাতন ঐতিহ্য কে আবার ফিরিয়ে এনেছে।
ঘোড়ার মালিক ইমরান শেখ জানান, দৌড় প্রতিযোগিতার জন্য আমার ঘোড়া প্রশিক্ষণ দিয়েছি। এই কাজের জন্য প্রশিক্ষক ঘোড়াকে বিভিন্ন বিষয়ের চর্চা করি, ঘোড়ার সাথে কথা বলি, খাওয়াই এবং মানুষের আচরণের সাথে ঘোড়াকে পরিচিত করে তুলি। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় একজন ঘোড়া প্রশিক্ষক ঘোড়াকে প্রতিযোগিতার জন্য উপযুক্ত করে গড়ে তুলছি, প্রশিক্ষণের মাধ্যমে ঘোড়াকে দক্ষ করে তুলছি এবং আশা করি যে আমার প্রশিক্ষিত ঘোড়াটি যে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এই মাহিম রাজা ঘোড়া প্রতিযোগিতায় জয় লাভ করবে। এছাড়া তিনি আরও বলেন যদি কোথাও কোন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়, তাহলে আমাকে দাওয়াত দিবেন আমি আমার এই পরিক্ষিত ঘোড়া নিয়ে সেখানে উপস্থিত থাকবো এবং আমি আশাবাদী যে ঘোড়ার দৌড় দেখতে মাঠে যে সকল দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন সবাই আমার এই ঘোড়া কে প্রশংসা করবে।