সাতক্ষীরায় বিস ইন্টারন্যাশনাল একাডেমীর পিঠা উৎসব
রঘুনাথ খাঁঃ নগরায়নের প্রভাবে হারিয়ে যাওয়া গ্রামীন ইতিহাস ও ঐতিহ্য পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আরবি, ইংরেজি ও বাংলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বিøস ইন্টারন্যাশনাল একাডেমী নানা আয়োজনে পিঠা উৎসব পালন করছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের খড়িবিলায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে উৎসবের আয়োজন করা হয়।বিস ইন্টারন্যাশনাল একাডেমীর অধ্যক্ষ মোঃ নুর আলম শিপটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আশরাফুজ্জামান আশু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এক সময় বাঙালীর যে কোন আনন্দ উৎসবে মিশে থাকতো রকমারি পিঠা। নগরায়নের প্রভাবে আজ তা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিতি করাতে বেশি বেশি করে এ ধরণের উৎসবের আয়োজন করতে হবে।