সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ডেস্ক রিপোর্ট:
শীতের তীব্রতার মাঝেই রাতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১.৪ মিলিমিটার। বৃষ্টির কারণে কমেছে ঘন কুয়াশা। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শীতের তীব্রতা আরো বাড়তে পারে।
এদিকে, তীব্র ঠান্ডায় গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
Please follow and like us: