কেন্দ্রীয় কৃষক নেতা কামরুজ্জামান ফসির মৃত্যুতে জেলা জাসদের শোক
প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক ও জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-রাজেউন)। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ভোরে বাসায় অসুস্থতা বোধ করলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। তাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটে গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
জাসদ নেতা কামরুজ্জামান ফসির মৃত্যুতে সাতক্ষীরা জেলা জাসদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন- সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তাদাতারা হলেন, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্ল্যা আবদুর রাজ্জাক, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিক প্রমুখ।
শোকবার্তায় তারা প্রয়াত নেতা কামরুজ্জামান ফসির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রজীবন থেকে কামরুজ্জামান ফসি জাসদ সমর্থিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতা হিসাবে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, জামাত-শিবির-সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন।
তিনি এক পর্যায়ে সরকারি চাকুরিতে যুক্ত হলেও দল অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তারা বলেন, কামরুজ্জামান ফসির অকাল মৃত্যুতে শুধু জাসদই নয় সমগ্র বাম প্রগতিশীল ধারার জন্য অপূরণীয় ক্ষতি হলো।