কোন্দল-বিভাজনে দুর্বল হচ্ছে জাতীয় পার্টি
ডেস্ক নিউজ:
জাতীয় পার্টিতে (জাপা) দ্বন্দ্ব-বিভেদ দিনদিন বাড়ছেই। নেতাকর্মীদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। চেয়ারম্যানের ক্ষমতাবলে গুরুত্বপূর্ণ নেতাদের বহিষ্কার করছেন জিএম কাদের। বিক্ষোভ করছেন পদবঞ্চিত নেতারা। কোন্দল ও বিভাজনে সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে দলটি।
জাতীয় পার্টির বর্তমান দুরবস্থার জন্য চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর অসহযোগিতাকে দায়ী করছেন নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর বহিষ্কার হন দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু।
বহিষ্কৃত নেতা সফিকুল ইসলাম সেন্টু বলেন, বহিষ্কার হয়ে আমি খুশি। হাতেগোনা কয়েকজন নেতার জন্য জাতীয় পার্টির এই দুরবস্থা। এই দলে থাকার মানে হয় না। যারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বরখেলাপ করে তাদের সঙ্গে থাকতে চাই না।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। নেতাকর্মীরা ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে দলকে দুর্বল করে ফেলছেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।