আশাশুনিতে লাল বাহিনীর দৌরাত্ম্যে প্রাণ গেলো শিশুর

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি টু সাতক্ষীরা সড়কে বহুল সমালোচিত লাল বাহিনীর দৌরাত্ম্যে সময়মত হাসপাতালে পৌছতে না পারায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সড়কের ভালুকা চাঁদপুর বাজার মাদ্রাসা মোড় ও একই সড়কের সাত্তারের মিল সংলগ্ন স্থানে ব্যাপক আলোচিত, সমালোচিত লাল বাহিনী লাঠি হাতে ব্যস্ত সময় পার করে থাকে। সড়কে দাঁড়িয়ে তিন চাকার ইজিবাইক, মহেন্দ্র, গ্রাম বাংলাসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন আটকে দিয়ে থাকে। অসহায় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ী আটকে চালকদের কাছে চাঁদাবাজি করে থাকে। দাবিকৃত চাঁদার টাকা না পেলে দীর্ঘ সময় ধরে যাত্রীসহ ইজিবাইক আটক রাখা, গায়ের জোরে সড়কে চলাচল করতে না দিয়ে যাত্রীদের গন্তব্যের বিপরীতে ফেরত পাঠায় লাল বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে তাদের দৌরাত্ম্যে সময় মত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে না পেরে চিকিৎসার অভাবে প্রাণ গেল ৮ মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ছাত্তারের মিল সংলগ্ন স্থানে সঙ্ঘবদ্ধ লাল বাহিনীর হাতে। নিহত শিশুর নাম প্রীতম সানা (৮)। সে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের বিকাশ চন্দ্র সানা ও বন্ধনা রানী সানার একমাত্র ছেলে।
বাবা বিকাশ চন্দ্র সানা সাংবাদিকদের জানান, তার শিশু সন্তানটি ঠান্ডা জনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার জন্য বাড়ি থেকে ইজিবাইক যোগে রওনা হয়েছিলেন। ঘটনার সময় সাত্তারের মিল সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্রই তাদের ইজিবাইক আটক করে লাল বাহিনীর সদস্যরা। তাদের দাবিকৃত মোটা অংকের চাঁদার টাকা না দিলে যাত্রী বহনকারী ইজিবাইক সামনের দিকে অগ্রসর হতে পারবে না বলে জানিয়ে দেয় তারা। উপায় না পেয়ে উল্টো ২০কিলোঃ পথ পাড়ি দিয়ে ফিংড়ী বাজার হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের।
ইজিবাইকে থাকা শিশুর ঠাম্মা অঞ্জলি রানী সানা বলেন, দেশে আমাদের কোন বিচার নেই। সনাতন ধর্মীয় মানুষ বাঁচলো, কি মরল, তাতে কারও কোন যায় আসে না। তাদের কাছে অনেক অনুনয় বিনয় করেও পার পাননি তারা। যার কারনে মারা গেছে তার নাতি ছেলে প্রীতম সানা।
মা বন্ধনা রানী সানা কান্না বিজড়িত কন্ঠে বলেন, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে বাঁচতে দিল না ঐ লাল বাহিনী। লাল বাহিনীর কারণেই আজ তার কোল খালি হলো বলে অভিযোগ করেন মা বন্ধনা সানা। ডুকরে ডুকরে কেঁদে তার সন্তানের মৃত্যুর দায়ে লাল বাহিনীকে কঠোর শাস্তির জোর দাবি জানান অসহায় মা বন্ধনা রানী সানা।
স্থানীয় ইজিবাইক চালকরা বলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় দিনভর সড়কে চাঁদাবাজি করে লাল বাহিনীর সদস্যরা। সচেতন কোন ব্যক্তি প্রতিবাদ করলেই সড়কের উপর প্রকাশ্যেই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় প্রতিবাদকারীকে। লাল বাহিনীর সদস্যবৃন্দ স্থানীয় ইউপি চেয়ারম্যানের পোষ্যপুত্র হওয়ায় তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাতক্ষীরা জেলা শহরের সাথে মফস্বল এলাকার সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ অটুট রাখতে সড়কের উপর থেকে লাল বাহিনী নামক চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ করতে, মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ। ব্যা পারে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে সাতক্ষীরাতে যোগদান করেছেন তিনি। এজন্য লাল বাহিনী সম্পর্কে অবগত নন। তবে এধরনের ঘটনা অপ্রত্যাশিত। মানবিক দিক থেকে অসুস্থ মানুষের সেবায় সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)