সাতক্ষীরায় আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে আনসার ব্যাটালিয়নের পুরাতন জমিদার বাড়িতে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি। এসময় আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি বলেন, আনসার ব্যাটালিয়ন একটি ভিন্ন ধর্মী বাহিনী। এই বাহিনী শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করে না। বরং আনসার বাহিনী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের জাগ্রত হয়ে জনগণের কল্যাণে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, অপরাধ দমনেও কাজ করার আহ্বান জানান তিনি।