তালায় দোকানে হামলা ও নগত অর্থ লুটের অভিযোগ
তালা প্রতিনিধি:তালার গোনালী বাজারের মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে এক দোকানীর উপর হামলা ও নগত টাকা লুটের অভিযোগ উঠেছে । শুক্রবার রাতে শফিয়ার রহমানের ছোট পুত্রর অভির সারের দোকানে এঘটনা ঘটেছে।ভুক্তভোগী আরাফাত রহমান অভি জানান, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সায়েব আলী সরদার তার পুত্র শাহিনুর সরদার, আমিনুর সরদার ও শফি সরদার, মাসুম সরদার, সাইদুর সরদার সহ আরো অনেকে আমার দোকানে হামলা চালায়। আমার দোকানে ক্যাস ড্র থেকে প্রায় ১লক্ষ টাকা নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, আস্মিক ভাবে সায়েব আলী ও তার গংরা আমার ভাইপো অভির দোকানে হামলা চালায়। একপর্যায়ে আমরা ঠেকাতে আসলে আরেক ভাইপো রানার হাতে লোহার রডের বাড়ি লাগে ও আমাদের দেশিও অস্ত্র বাসের লাঠি দিয়ে বেধরক মারপিট করেছে। আমরা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত সায়েব আলী সরদারে ছেলে আমিনুর সরদারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও কলটি রিসিভ করেনি তিনি ।
তালার খলিলনগর ক্যাম্পের আইসি শহিদুল ইসলাম জানান ,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আপোষ মিমাংসা জন্য উভয় পক্ষকে জানিয়েছেন।