একাধিক নারীর ছবি এডিট করে ব্লাকমেইল:গ্রেফতার হলেন যুবক
ডেস্ক নিউজ:
কুষ্টিয়ায় প্রযুক্তির ব্যবহার করে একাধিক তরুণীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়ানোর হুমকি, কুপ্রস্তাব এবং ব্লাকমেইল করার অভিযোগে রাকিবুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে রাকিবুল হাসানকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। গ্রেফতারকৃত রাকিবুল হাসান দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের রওশন আলীর ছেলে।
জানা যায়, বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী। বেশ কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি রাকিবুল হাসানের পক্ষে একটি মামলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঙ্গে সহযোগিতা করেন। সেই সূত্রে বাদীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়। এরপর থেকে বাদীর ব্যবহৃত মোবাইলে অশালীন বার্তা পাঠাতেন ও কু-প্রস্তাব দিতেন রাকিবুল। ভুক্তভোগীর মুখ নগ্ন ছবি ও ভিডিওতে সংযুক্ত করে ১৬ জানুয়ারি বাদী হোয়াটসঅ্যাপে ও তার আত্মীয়-স্বজনদের মোবাইলে পাঠান রাকিবুল। এ সময় প্রস্তাবে রাজি না হলে এডিট করা নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত যুবক।
ভুক্তভোগী তরুণী জানান, রাকিবুল হাসানের একটি মামলা নিয়ে কাজ করার সময় তার পরিচয় হয়। পরে তিনি তাকে একদিন কু-প্রস্তাব দেন। তাতে রাজি না হলে তার ছবি সুপার এডিট করে অশ্লিল ছবির সঙ্গে যুক্ত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে কোনো উপায়ন্তর না দেখে পারিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনের আশ্রয় নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল থেকে এডিট করা কিছু ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়।
তবে রাকিবুল হাসান দাবি করেন, তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গ্রেফতার রাকিবুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।