সাতক্ষীরায় স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্রহ্মরাজপুর উপ-শাখার আয়োজনে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্রহ্মরাজপুর উপ-শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মা ফাউন্ডশানের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় তিনি বলেন,সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের প্রতি সাহায্যের উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্রহ্মরাজপুর উপ-শাখা। নিঃসন্দেহে এই উদ্যোগটি মানবহিতৈষী এবং একটি কার্যকর পদক্ষেপ। শীতের কনকনে হাওয়ায় ব্যাংকের বিতরণকৃত শীতবস্ত্র সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে একটু হলেও স্বস্তির পরশ দিতে পারবে বলে আমার বিশ্বাস।
সামাজিক দায়বদ্ধতার আওতায় দারিদ্র্যপীড়িত শীতার্ত মানুষের কল্যাণে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড’র গৃহীত কল্যাণকর ভ‚মিকা শীতবস্ত্রের অভাব দরিদ্র মানুষের দুর্দশা কয়েকগুণ বৃদ্ধি করে, সাথে রোগাক্রান্ত করে ফেলে বৃদ্ধ মানুষদের। পুরনো ছেঁড়া কাঁথা দিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করলেও শীতের প্রকোপ এবং ঠান্ডাজনিত বিভিন্ন সংক্রম ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেকে মৃত্যু বরণও করে। সেজন্য অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।” এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, এসআইবিএল ব্রহ্মরাজপুর উপ-শাখার সহকারি অফিসার মো. ফজলু রহমান ও ইয়াছিন আরাফাত প্রমুখ। এসময় এসআইবিএল ব্রহ্মরাজপুর উপ-শাখার কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।