আশাশুনির কৃতি সন্তান অতি. ডিআইজি আবু বক্কর সিদ্দিককে গণসংবর্ধনা
জি এম মুজিবুর রহমান: রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া আশাশুনির কৃতি সন্তান আবু বক্কর সিদ্দিককে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি)বিকালে শ্রীউলায় পুলিশ কর্মকর্তার নিজ গ্রামের নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের হিসাবরক্ষক মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগনেতা আলাউদ্দিন লাকী, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, আবু হাসান, ইয়াছিন আলী, মোঃ আবু হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন, মেহরাব হোসেন অপি প্রমুখ।
সংবর্ধিত অতিথি অতিরিক্ত ডিআইজি তার বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী হতে হবে। বড় কিছু হতে হলে লক্ষ্য টাকে স্থির করতে হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে সহায়তা করলে বিশ্বদরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে।
সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ভলিবল খেলায় অংশগ্রহণ করে হাঁড়িভাঙ্গা ভলিবল একাদশ ও শ্রীউলা একাদশ। খেলায় ২-১ গেমের ব্যবধানে হাঁড়িভাঙ্গা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।