সাতক্ষীরায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জেঁকে বসে আছে হাড় কাঁপানো শীত। জেলায় আজ মঙ্গলবারের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।গতকাল সোমবার তাপমাত্রা ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
সাতক্ষীরায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। হিমেল হাওয়ায় সাথে নেমে আসা কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে বেড়ে গেছে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ। অনেকের সন্তান না থাকায় হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজন আয়-রোজগার ও শীতবস্ত্র থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো জুলফিকার আলী রিপন বলেন,সাতক্ষীরায় গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস।আজকের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
Please follow and like us: