মেসি প্রমাণ দিলেন তিনি সর্বকালের সেরা..জিতলেন ফিফা বর্ষসেরা!
স্পোর্টস ডেস্ক:
আরও একবার ফুটবলে নিজের অমরত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফুটবলের জীবন্ত কিংবদন্তি আরও একবার পেয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন তিনি। যদিও এক সিজনে ৫২ গোল করা ম্যানচেস্টার সিটির হালান্ডের ধারকাছেও ছিলেন না এলএম টেন। তার গোল ছিল ১৯টি।
যদিও মেসি নিজে ছিলেন না অনুষ্ঠানে। তার বদলে পুরস্কার গ্রহণ করেছেন থিয়েরি অঁরি।
মেসি প্রমাণ দিলেন তিনি সর্বকালের সেরা..জিতলেন ফিফা বর্ষসেরা!
এক জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব, তবে সবচাইতে কঠিন সম্ভবত, পাওয়া, সত্যিকারের ভালোবাসা। পৃথিবীতে নিখুঁত নেই কিছু। তাই, গ্রহের প্রত্যেকটা মানুষের প্রাণ লিওনেল মেসি নামটাকে ভালোবাসে…বলা যায় না অক্ষরে অক্ষরে। তবে এতোটুকু অন্তত হলপ করা যায়, মেসি অন্তপ্রাণ হৃদয়গুলো যদি জ্বলজ্বল করার সুযোগ পেতো, স্বয়ং সূর্যকেই হয়তো আলো দিতে পারতো এই পৃথিবী।
সেই ভালোবাসার শোডাউন হয়ে থাকলো তৃতীয়বার জেতা ফিফা বর্ষসেরার পুরস্কার। আর্জেন্টাইন ম্যাজিশিয়ান হাজির না থাকায়, অর্জনের নতুন সোনালী তার পক্ষ হয়ে বুঝে নিয়েছেন থিয়েরি অঁরি। কেন আসেননি এতো বড় পুরস্কারের মঞ্চে, সেটা নিয়ে জল্পনা কল্পনা-আলোচনার পসরা জমেছে। হয়তো ভাবেননি জিতবেন এই ট্রফি। এক সিজনে ৫২ গোল করেছিলেন ম্যানচেস্টার সিটির হালান্ড। পিএসজি আর ইন্টার মিয়ামিতে হালান্ডকে টেক্কা দেওয়ার মতো পারফরম্যান্স ছিল না এল এম টেনের।
দর্শক, ম্যানেজার, জাতীয় দলের ক্যাপ্টেনের ভোটিং, সমস্ত জায়গায় যেটা পেয়েছেন সেটা হলো ভালোবাসা শর্তহীন। হালান্ড আর মেসির প্রাপ্ত ভোট সমান হলেও, ন্যাশনাল টিমের ক্যাপ্টেনদের ভোট বেশি থাকায়…ট্রফিটা গন্তব্য লিওনেল মেসির শোকেস।
এবারের ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড নিয়ে নিন্দুকেরা এরই মধ্যে কন্ট্রোভার্সি শুরু করলো, বিশ্বজুড়ে মেসি ভক্তদের যুক্তি, ভালোবাসা কোন যুক্তি-পরিসংখ্যানের ধার ধারে না। অনবদ্য ফুটবল ক্যারিয়ারে এমনও তো বহু ঘোর লাগা মৌসুম ছিল, যেখানে একটা নয় আসলে দুটা পুরস্কার প্রাপ্য ছিল মেসির।
নিয়তি হয়তো অন্যভাবে সেটাই ফিরিয়ে দিচ্ছে তাকে। আপনি এতো এতো বেশি খাটবেন, অর্জন করবেন, জিতবেন…যে একটা সময় পর কিছু করা লাগবে না…লোকে ভালোবাসা দিয়ে জিতিয়ে দিয়ে আপনাকে…সেই বার্তাই যেন দিলেন সবসময় ঘোর লাগানো লিওনেল মেসি।