দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক:
ভোগ্যপণ্যের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ নির্বাচনকে অর্থবহ হিসেবে গ্রহণ করায় দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনগণ দেখেছে আমরা উন্নয়ন করতে পেরেছি, এ কারণেই তারা আওয়ামী লীগকে স্বস্তঃফূর্তভাবে ভোট দিয়েছে। জনগণ চায় দেশের উন্নয়ন অব্যাহত থাকুক।
তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে। নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের যা যা করণীয়, সেগুলো সুনির্দিষ্টভাবে করতে হবে।
শেখ হাসিনা বলেন, খাদ্যপণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তাদের ওপর চাপ পড়ে। এখানে একটা সামঞ্জস্য করতে হবে। সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে মিতব্যয়ী হতে হবে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। সরকারকে বিপাকে ফেলার জন্য বাজার নিয়ে সবসময় চক্রান্ত হয়, সেটা সবার মাথায় রাখতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৪টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৬৩ জন ও জাতীয় পার্টি থেকে বিজয়ী হন ১১ জন। একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।
গত ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর বৃহস্পতিবার শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।