স্মরণে বিবেকানন্দ
লেখক ;-দেবব্রত মাজী
হে বীর সন্ন্যাসী! … ! হে বীরেশ্বর!
মানবের উত্থানে স্বপ্নের অধীশ্বর।
ক্ষীণ আশা জেগেছিল বুকে যত,
উঁকি দিয়েছো সেদিন তারার মত।
শ্রেষ্ট সেবক তুমি বিশ্ব মানবতার,
হয়ে আছ যে আজও যুগাবতার।
সেই জায়গা আজও আছে শূন্য,
ভব সাগরে ডুবে পেতে চাই পুণ্য।
কর্মেই সফলতা সেই আদর্শ বাণী,
আজও সেই কথা আমরা মানি।
তোমার সেই পথ অনুসরণ করে,
পৌঁছাব মোরা আলোর দুয়ারে।
সাহিত্য জ্ঞানে ছিলে পূর্ণ আরত,
চেয়ে ছিলে দেখতে স্বপ্নের ভারত।
জীব সেবাই ছিল জীবনের মন্ত্র,
যুবশক্তি উন্মেষ দিয়ে সেই তন্ত্র।
বললে রাস্তা কিভাবে আসে বিশ্বজয়,
পেরেছি করতে আজ চাঁদকে জয়।
পায়নি এখনও তোমার মত সহৃদয়,
আজও মনন করি সদা সেই হৃদয়।
Please follow and like us: