আব্দুল হামিদের ভাষণ সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ ১ম ও ২য় খন্ড শিক্ষার্থীদের জন্য সংগ্রহ করলো ডি.বি হাইস্কুল
স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণ সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ ১ম ও ২য় খন্ড শিক্ষার্থীদের জন্য সংগ্রহ করলো স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল। রবিবার (১৪ জানুয়ারী) বেলা ১১টায় সেন্টার ফর রিচার্চ এন্ড এডুকেশন (সিআরএস) এর পক্ষ থেকে বিদ্যালয়ে নিয়ে আসলে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ ১ম ও ২য় খন্ড শিক্ষার্থীদের জন্য বই দু’টি টাকা দিয়ে ক্রয় করে শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের সংগ্রহ করেন। উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিল হতে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ গুলো নিয়ে স্বপ্ন জয়ের ইচ্ছা সাজানো হয়েছে। ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর হতে মো. আব্দুল হামিদ সমাজের সর্বস্তরে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের বিকাশ ও চর্চা, সকল পর্যায়ের প্রতিষ্ঠানে সুশৃংখল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ ও নেতৃত্বের বিকাশসহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এছাড়া জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতেও রাষ্ট্রপতি নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। দেশের সার্বজনীন শিক্ষার প্রসারে এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি বাহিনী সমূহের উন্নয়নে পরামর্শ দিয়েছেন। আন্তর্জাতিক স¤প্রদায়সহ বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহের সাথে দীপাক্ষিক ও বহুপাক্ষীক সম্পর্ক উন্নয়নে তিনি তার বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠাসহ উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত উজ্জীবিত করতে রাষ্ট্রপতির ভাষণ সমূহ ব্যাপক ভূমিকা রেখেছে। সাবেক রাষ্ট্রপতির ভাষণ মূলত আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কালের বিচারে এ ভাষণ সমূহের গুরুত্ব অপরিসীম। আগামী প্রজন্ম এ ভাষণ থেকে বর্তমান সময়কে যেমন উপলব্ধি করতে পারবে, তেমনি পাবে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা।