বাড়বে কুয়াশা, যা বলছে আবহাওয়া
ডেস্ক রিপোট: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তত রয়েছে। এ অবস্থায় মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, যা স্থায়ী হতে পারে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।বুধবার রাতে আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা গেছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরো জানায়, মধ্যরাত থেকে পড়া কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
Please follow and like us: