কলারোয়ায় শীতকালীন জাতীয় ক্রীড়ার প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কামরুল হাসান:
কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের সভাপতিত্ত্বে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু,প্রধান শিক্ষক মোঃ আনছার আলী, প্রধান শিক্ষক আঃ সাত্তার, প্রধান শিক্ষক ওয়ায়েস আলী সিদ্দীক বাবরসহ স্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং ক্রীড়া শিক্ষকমন্ডলী।
এছাড়া, সভায় দলগত, ব্যক্তিগত ইভেন্টের খেলাগুলি আগামী ১৬ ও ১৭ ই জানুয়ারি থেকে জোন পর্যায়ের এবং কলারোয়া উপজেলা পর্যায়ের খেলা আগামী ২০ ও ২১শে জানুয়ারিতে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। কলারোয়াতে প্রতিবারের মতো এবারও ৪টি জোন ভাগ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Please follow and like us: