কাদের ও চুন্নুর অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ডেস্ক রিপোট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তাদের অপসারণ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।বুধবার (১০ জানুয়ারি) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভে যোগ দেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা ও সাইদুর রহমান টেপা।
টেপা বলেন, জিএম কাদের ও চুন্নু জাতীয় পার্টির তৃণমূলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেনি। তাদেরকে দল থেকে অপসারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব নিয়োগ করা হোক।
আবুল হোসেন বাবলা বলেন, নির্বাচনে জাতীয় পার্টি অনেক জায়গা থেকে টাকা পেয়েছে শুনেছি। সেটা চেয়ারম্যান জিএম কাদের ও চুন্নু সাহেব মেরে দিয়েছেন। আমরা এটা নিয়ে দলীয়ভাবে তদন্ত করবো। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।