সাতক্ষীরা ১ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার মাঝি হলেন স্বপন
কামরুল হাসান: দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি ১লক্ষ ২৯হাজার ৯শ ২৯ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।রবিার (৭জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা নির্বাচনে ছোট-খাটো কিছু ঘটনা ছাড়া বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তালা-কলারোয়ার ১৬৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে সবকটি কেন্দ্রে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন নিরঙ্কুশভাবে জয়লাভ করেন। ঘোষিত ফলাফলে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন ১লাখ ৪৮হাজার ৪শ ৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে এম.পি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দীদার বখত পেয়েছেন ১৮হাজার ৫শ ৫৩ ভোট। এদিকে, সদ্য নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন তালা-কলারোয়াবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে কোন ধরণের সভা সমাবেশ ও বিজয় মিছিল না করার জন্য তাঁর কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।