মুরাদ-মাহি-মমতাজ হারের বৃত্তে, লজ্জায় ডুবেছেন হিরো আলম
ডেস্ক নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হেরে গেছেন আলোচনার শীর্ষে থাকা অনেকেই। একদিকে আওয়ামী লীগের মতাদর্শের প্রার্থীরা যেমন হেরেছেন, অন্যদিকে নৌকা পেয়েও শেষ রক্ষা হয়নি গায়িকা মমতাজ বেগমের।
পাত্তা পাননি ডা. মুরাদ
গত দুই বছর ধরে আলোচনায় রয়েছেন জামালপুর-৪ আসনের ঈগলের প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি। তবে তৃতীয় হয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এই আসনে ট্রাক প্রতীকে ৫০ হাজার ৬৭৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮টি ভোট। আর এক সময়ের আলোচিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ পেয়েছেন মাত্র ৩৭ হাজার ৪৩৩টি ভোট।
নৌকার প্রার্থীর ১০ ভাগের একভাগ ভোটও পাননি মাহিয়া মাহি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বড় ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীকে তিনি ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। এই আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। মোট এক লাখ তিন হাজার ৫৯২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯টি ভোট।
নৌকা প্রতীকেও শেষ রক্ষা হয়নি মমতাজের
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮টি ভোট।
এবারও হার হিরো আলমের
জামানত হারিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র দুই হাজার ১৭৫টি ভোট পেয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮টি ভোট।
নৌকার প্রার্থীর ৩৭ ভাগের এক ভাগ ভোটের লজ্জা ডলি সায়ন্তনীর
পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী হেরে গেছেন। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন এক লাখ ৬৫ হজার ৮৪২টি ভোট। ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র চার হাজার ৩৮২ ভোট, যা ফিরোজের মোট ভোটের ৩৭ ভাগের একভাগ।
এর আগে, রোববার সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। এবার ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
এবার নির্বাচনে লড়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। এছাড়া, ভোটে অংশ নিয়েছেন জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন।
নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, আর পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকেন্দ্র দুই লাখ ৬১ হাজার ৯১২টি।
ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া, চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।